রসিকে জাপা-আ’লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের মেয়র প্রার্থীদের মধ্যে উন্মুক্ত আলোচনার চলার এক পর্যায়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে হাতাহাতি ও উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে।

রোববার রংপুর জেলা স্কুল মাঠে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোর মেয়র প্রার্থীদের নিয়ে এক উন্মুক্ত আলোচনার আয়োজন করে। আলোচনা চলার এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ঝন্টুর সমর্থক ফেরদৌস আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং জাপা চেয়ারম্যান এরশাদ রংপুরের জন্য কিছু করেনি এমন বক্তব্য তুলে ধরলে সেখানে উপস্থিত জাতীয় পার্টির সমর্থকরা ক্ষিপ্ত হয়ে উঠেন।

তারা তার ওপর চড়াও হন। এ সময় সেখানে উভয় দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এরপর তারা সেখান থেকে সরে গেলেও উভয় দলের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, খবর পেয়ে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোক্তারুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসে।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক মোক্তারুল আলম জানান, এখানে যে অনুষ্ঠানটি হবে তা পুলিশ প্রসাশনকে জানানো হয়নি। বর্তমানে সেখানে পুলিশের টহলরত টিম আছে।