রাজধানীতে হঠাৎ কালবৈশাখী, নেমে আসে রাতের আঁধার

ঢাকার আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। তবে বেলা যখন বাড়ছিল, তখন রোদও হেসে উঠেছিল। এর পর আচমকা কালো মেঘ ঢেকে দেয় আকাশটাকে। কালবৈশাখীর সঙ্গে নেমে আসে রাতের অন্ধকার।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হানা দেয়া এই দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতও ছিল।

প্রবল বর্ষণ আর মেঘের গুড়ুম গুড়ুম শব্দে বার বার কেঁপে ওঠে রাজধানীর আকাশ।

এভাবে ঝড় ও বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি দেখা দেয়। ঝুম বৃষ্টিতে ভিজে যান পথচারীরা।

বৃষ্টি থেকে বাঁচতে যাত্রীছাউনি ও দোকানের নিচে আশ্রয় খোঁজেন তারা। রাস্তা ফাঁকা করে যে যেখানে পেরেছেন, মাথা গুঁজেছেন।

উথার-পাতাল গাছগুলোর কোনো কোনোটি হাওয়ার দাপট সইতে না পেরে আছড়ে পড়ে রাস্তায়।

তবে গরমের মধ্যে শীতল বৃষ্টি কিছুটা স্বস্তিও নিয়ে এসেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঝড়ের দাপট সকালে এক দফা বয়ে গেলেও তা শেষ হবে না। আজ সারা দিনে ফিরে আসতে পারে কালবৈশাখী।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিজলি চমকানো, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।