রাজধানীর খিলক্ষেতে স্নিগ্ধা বাসে পিষ্ট মোটরসাইকেল

রাজধানীর খিলক্ষেতে স্নিগ্ধা বাসের (ঢাকা মেট্রো ব ১১-৬৩১০) ধাক্কায় ছিটকে গেছেন মোটরসাইকেলের দুই আরোহী। আর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়।

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলের বিপরীত সড়কে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে, তার নাম হলো সাব্বির (২৪), অজ্ঞাত (৫০) আরেকজনের নাম জানা যায়নি। ঘটনার ঘটার পর পালিয়ে যায় শেরপুর নালিতাবাড়ি-ঢাকা রুটে চলাচলকারী স্নিগ্ধা বাসটির চালক ও হেলপার।

এ ব্যাপারে ডিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের খিলক্ষেত এলাকার ট্রাফিক ইন্সপেক্টর মো. মিলন মিয়া জানান, রাস্তায় যানজট দেখে ছুটে আসার পর দেখি বাসের নিচে একটি মোটরসাইকেল আটকা। মোটরসাইকেলের দুই আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা গেলেও বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, ঘাতক বাসটি ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি সরিয়ে নেয়া হয়েছে। বাসের চালক ও হেলপারকে খোঁজা হচ্ছে।