রাণীনগরে মহান বিজয় দিবস উদযাপন

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার দিবসটি উদযাপন করা হয়।

রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯ টায় রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন সংগঠনের সমাবেশ ও কুচকাওয়াজে অংশ নেয় স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। এরপর উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মো: ইসরাফিল আলমের সহধর্মিনী সুলতানা পারভিন বিউটি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড: মো: ইসমাইল হোসেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারি মোল্লা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার প্রমুখ। অপর দিকে উপজেলা আওয়ামী লীগ, থানা বিএনপি, জাতীয় পার্টি, রাণীনগর প্রেস ক্লাব, নিরাপদ সড়ক চাই (নিসচা), সুজন-সুশাসনের জন্য নাগরিক সহ রাণীনগর উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক অংগসংগঠন ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ সহ নানা কর্মসূচি পালন করে।