রাণীনগরে ৮১ জন দুঃস্থ মহিলাদের মাঝে অর্থের চেক বিতরণ

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে ৮১ জন দু:স্থ মহিলাদের মাঝে সঞ্চয়ের চেক ও সনদপত্র বিতরন করা হয়েছে। গতকাল সোমবার রাণীনগর উপজেলা প্রকৌশলী, এলজিইডি’র আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে চেকগুলো আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুখ জেমস, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু প্রমুখ। উল্লেখ্য যে, পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচি-২ এর আওতায় গত দুই বছর ধরে প্রতিদিন হাজিরা থেকে সঞ্চয়ের জন্য টাকা জমা রাখা হয়। কর্মরত ৮১ জন দুঃস্থ মহিলাদের মাঝে প্রতিজনকে ৩৬ হাজার ১ শ’ ৭৫ টাকা করে তাদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরন করা হয়।