রাতে পরীক্ষা দিলেন এসএসসি পরীক্ষার্থী রিকি

ধর্মীয় বিধি-নিষেধের কারণে দিনের পরিবর্তে বিশেষ ব্যবস্থায় রাতে পরীক্ষা দিয়েছেন খ্রিস্টান ধর্মের অনুসারী কুষ্টিয়ার এসএসসি পরীক্ষার্থী রিকি হালদার। শনিবার (০২ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এম এন হাই স্কুল কেন্দ্রে সন্ধ্যা-৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রিকির পরিবার জানায়, খ্রিস্টান ধর্ম মতে শনিবার দিনের বেলা পরীক্ষা দেয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় রিকির বাবা রিপন হালদার, রাতের বেলায় পরীক্ষা নেয়ার জন্য যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করেন। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রিকির পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেন। বিশেষ ব্যবস্থায় পরীক্ষা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রিকি ও তার পরিবার।

রিকি জানান, রাতের বেলায় পরীক্ষা দেওয়া ভাল লাগে না। সবার সাথে পরীক্ষার দেওয়ার বিষয়টি আলাদা।

কুষ্টিয়া কুমারখালী এম এন হাইস্কুলের কেন্দ্র সচিব আবুল বাসার বলেন, আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। এইভাবে চারটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।