রাবিতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে অবস্থান কর্মসূচি

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের সাংবাদিকের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।

বুধবার দুপুর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাবাস বাংলাদেশের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আরাফাত রাহমানের ওপর হামলার ঘটনাটি সত্য প্রকাশে বাধা এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ উল্লেখ করে কর্মসূচিতে অংশ নেয়া সংবাদকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে এর প্রতিবাদ জানান।

অবস্থান কর্মসূচিতে রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, সাধারণ সম্পাদক হুসাইন মিঠু, রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রাবি প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। এতে সংহতি প্রকাশ করে রাবি ছাত্র ফেডারেশন।

এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাস ভাঙচুরের ছবি তোলার সময় আরাফাত রাহমানকে পিটিয়ে গুরুতর আহত করে রাবি শাখা ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী। সোমবার রাতেই রাবি ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ-সভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আহসান লাবনসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেন আরাফাত। তবে হামলার তিন দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গ্রেফতারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামিরা সবাই শিক্ষার্থী। তাদেরকে আবাসিক হলের মধ্যে থেকে গ্রেফতার করতে হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমতির বিষয় আছে। এজন্য তাদেরকে কৌশলে গ্রেফতারের চেষ্টা চলছে।’ দ্রুত তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।