রায়ের সত্যায়িত কপি পেলেন খালেদার আইনজীবীরা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়ের সত্যায়িত কপি হাতে পেয়েছেন তার আইনজীবীরা। সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে রায়ের কপি হাতে পান তারা। বিচারক রায়ের কপি সত্যায়ন করার পর এটি খালেদার আইনজীবীদের হাতে তুলে দেন বিশেষ জজ আদালত-৫ এর পেশকার মোকাররম হোসেন।

রায়ের কপি হাতে পেয়ে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লা মিয়া বলেন, ‘আমরা আগামীকাল মঙ্গলবার আপিল করব।’

এরআগে রোববার রায়ের সত্যায়িত কপি পাওয়ার আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া। ওই আবেদনের শুনানিকালে বিচারক ড. আখতারুজ্জামান রায়ের সত্যায়িত কপি সোমবারের মধ্যে দেয়া হবে বলে আশ্বস্ত করেন।

এরপর আজ সকালে রায়ের কপি প্রিন্ট শেষে বিচারক ড. আখতারুজ্জামান সত্যায়ন করেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। এরপর থেকেই তিনি ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।