রুশ হামলায় সিরিয়ায় ৮৮ হাজার মানুষ নিহত!

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পক্ষে রাশিয়া এ পর্যন্ত যে বিমান হামলা চালিয়েছে তাতে প্রায় ৮৮ হাজার বিদ্রোহী নিহত হয়েছে।

সিরিয়া সরকার ও রাশিয়া তাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে।

খবরে বলা হয়েছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়া সরকারের আনুষ্ঠানিক অনুরোধে রাশিয়া সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে।

আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সিঙ্গাপুরে এ তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইরানি সংবাদমাধ্যম আইআরআই।

সের্গেই শোইগু জানিয়েছেন, এ রুশ হামলায় পর্যন্ত ৮৭ হাজার ৫০০ সন্ত্রাসী নিহত, ১ হাজার ৪১১টি ঘাঁটি ধ্বংস এবং সিরিয়ার শতকরা ৯৫ ভাগ ভূখণ্ড মুক্ত করা হয়েছে।