রোনাল্ডোর জোড়া গোলে পিএসজিকে হারাল রিয়াল

কোপা ডেল রে থেকে ছিটকে গেছে। লা লিগা শিরোপার আশাও কার্যত শেষ হয়ে গেছে। তবে চ্যাম্পিয়নস লিগ শিরোপার রেসে দোর্দণ্ড প্রতাপে এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। এতে ইউরোপ সেরা প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল লস ব্লাঙ্কোজরা।

ধারণা করা হচ্ছিল, দুদলের লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে ম্যাচে তার ছিটেফোঁটাও খুঁজে পাওয়া যায়নি। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই একের পর এক আক্রমণে পিএসজিকে ব্যতিব্যস্ত রাখে রিয়াল। তবে ৩৩ মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় পিএসজি। এ সময় গোল করে অতিথিদের লিড এনে দেন আদ্রিও রাবিও।

পিছিয়ে পড়ে গোল পেতে মরিয়া আক্রমণ চালায় রিয়াল। তবে কিছুতেই কিছু হয়ে উঠছিল না। অবশেষে বিরতির সামান্য আগে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদেরসমতায় ফেরান রোনাল্ডো। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে দারুণ কীর্তি গড়েন সিআর সেভেন। রিয়ালের জার্সি গায়ে ইউরোপ সেরা প্রতিযোগিতায় শততম গোলের রেকর্ড গড়েন তিনি। আর কোনো খেলোয়াড়ই এক দলের হয়ে লিগটিতে শততম গোলের মাইলফলক ছুঁতে পারেননি। পাশাপাশি চলতি মৌসুমে এ টুর্নামেন্টের সাত ম্যাচেই গোল পেলেন পর্তুগিজ উইঙ্গার।

বিরতির পর দুর্দান্তভাবে রিয়ালকে চেপে ধরে পিএসজি। তবে প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি তারা। উল্টো আক্রমণে ৮৩ মিনিটে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে রিয়ালকেএগিয়ে নেন রোনাল্ডো। এ নিয়ে এবারের আসরে তার গোল হল ১১টি।

৮৬ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন মার্সেলো। এতে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।

এ ম্যাচে হেরে গেলেও কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ থাকছে পিএসজির। আগামী ৬ মার্চ প্যারিসে নিজেদের মাঠে ফিরতি লেগে রিয়ালকে আতিথেয়তা দেবে তারা। ওই ম্যাচে ২-০ গোলে জিতলে চ্যাম্পিয়নস লিগেপ্রথম শিরোপা জয়ের স্বপ্ন টিকে থাকবে উনাই এমেরির দলের।