রোহিঙ্গাদের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে সীমান্তের কয়েক লাখ মানুষ

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকেই নানা ধরনের ছোঁয়াচে রোগব্যাধিতে আক্রান্ত। আর এ কারণে স্বাস্থ্য ঝুঁকিতে বান্দরবান সীমান্তের কয়েক লাখ মানুষ। রোহিঙ্গাদের মাধ্যমে বাহিত রোগবালাই সারাদেশের মানুষের মাঝে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে প্রতিদিনই ঢুকছে হাজার হাজার রোহিঙ্গা। বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের মধ্যে ৭০ভাগ কুতুপালং শরণার্থী শিবিরের আশেপাশে আশ্রয় নিলেও ৩০ভাগ রোহিঙ্গা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। রোহিঙ্গাদের অধিকাংশই নারী ও শিশু।

বাংলাদেশ পোলিও মুক্ত ঘোষণা করা হলেও বিপুল সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশ করায় স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। তবে ঝুঁকি কমাতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা।

রোহিঙ্গা শিশুদের টিকার আওতায় আনা হচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম সীমান্তে স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করে রোহিঙ্গাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার দাবি সীমান্তবাসীদের।