শঙ্কাই সত্যি হলো, ১ সপ্তাহের জন্য মাঠের বাইরে সাকিব

শঙ্কাটা গত কাল থেকেই ঘুরপাক খাচ্ছিল। ব্রিস্টল থেকে বাংলাদেশ পর্যন্ত একটাই প্রশ্ন ঘুরছিল— সাকিব কি ইনজুরিতে পড়েছেন? স্পষ্ট কোন উত্তর পাওয়া যাচ্ছিল না।

মঙ্গলবার সেই শঙ্কাই সত্যি হল। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ঊরুর ইনজুরিতে ভুগছেন সাকিব। এক সাপ্তাহ বিশ্রামে থাকতে হবে দলের সহ অধিনায়ককে।

অর্থাৎ আজকের ম্যাচ সাকিবকে পাচ্ছে না দল। অবশ্য বৃষ্টির বাধা ডিঙিয়ে ম্যাচটি যদি অনুষ্ঠিত হয়! এছাড়া তিনি মিস করতে পারেন ওয়েস্ট ইন্ডিজের সাথের ম্যাচটিও। ১৭ জুন টন্টনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের ঊরুতে চোট পান সাকিব। ব্রিস্টলে গিয়ে চোটের স্ক্যান করানোর পর বিশেষজ্ঞদের পরামর্শে এক সপ্তাহের বিশ্রামে পাঠানো হয়েছে তাকে।

সাকিবের ইনজুরি বাংলাদেশের জন্য বড় ধাক্কাই। কারণ গত তিন ম্যাচে বাংলাদেশিদের মধ্যে একমাত্র ধারাবাহিক সাকিবই। ব্যাটে-বলে দলের প্রাণশক্তি হয়ে আছেন বিশ্বসেরা এই অল রাউন্ডার।