শতাধিক লক্ষ্যবস্তুর উপর নজর রাখবে এই রাডার

নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন থ্রিডি ব়েডার বসাল ইরান। ‘কামার’ নামের এই ব়েডারের সাহায্যে সাড়ে চারশো কিলোমিটারের মধ্যে শতাধিক লক্ষ্যবস্তুর উপর একযোগে নজর রাখা যাবে বলে জানা গিয়েছে।

‘কামারে’র মাধ্যমে বিস্তীর্ণ এলাকা জুড়ে বোমারু বিমান, ড্রোনসহ স্থল ও আকাশে একাধিক বস্তুর উপর একযোগে নজর রাখা সম্ভব হবে। এই রেডারের মাধ্যমে পাওয়া তথ্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে তুলে দেওয়া হবে।

ঐতিহাসিক সিরাজ শহরে এই রেডারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর এ কথা জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দাহকান।

‘কামারে’র পাশাপাশি আরও ১৫টি অত্যাধুনিক প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জামের উদ্বোধন ঘটান তিনি। তৈরি করেছে ইরান ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ বা আইইআই।

হোসেইন দাহকান আরও বলেন, আইইআইয়ের সবচেয়ে বড় সাফল্য হল তারা নানা ধরনের রেডার তৈরি করছে। এইসব ব়েডার ইরানের প্রতি হুমকির দিকে নজর রাখতে এবং এ জাতীয় হুমকির উৎস খুঁজে বের করতে পারঙ্গম।