আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের গোলাগুলিতে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার বিকালে উপজেলার রাজনগর ইউনিয়নে মালতকান্দিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত ছাত্রলীগকর্মী হলেন ইকবাল হোসেন (২৫)। গুলিবিদ্ধ পাঁচজনসহ আহত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে জুমার নামাজের পর মালতকান্দিতে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

একপক্ষের নেতৃত্বে দেন রাজনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন গাজী। অপর পক্ষের নেতৃত্ব দেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান মীর।

ওসি জানান, সংঘর্ষ চলাকালে ছাত্রলীগকর্মী ইকবাল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

তিনি জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।