শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো শঙ্কামুক্ত নন কবি আল মাহমুদ

নিউমোনিয়া, হৃদযন্ত্রের অনিয়মিত স্পন্দনসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন কবি আল মাহমুদ। চিকিৎসকরা বলছেন, কবির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো শঙ্কামুক্ত নন তিনি। আরো ৪৮ থেকে ৭২ ঘণ্টা থাকতে হবে আইসিইউতে।

এদিকে, কবির সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তাঁর পরিবার।

আল মাহমুদ। বাংলাদেশের প্রধান কবি। ‘সোনালি কাবিন’ দিয়ে কাব্যজগতে যার দৃপ্ত আত্মপ্রকাশ। এরপর গেলো অর্ধশতাব্দী ধরে সব্যসাচীর মতো চলেছে তার লেখনী। কখনো কখনো কাঁঠালচাপার গন্ধে বিভোর, কখনো আবার ফুলের গন্ধে ঘুম না আসার মাদকতায় পেয়ে বসা কবি মুগ্ধ করে রাখেন তার পাঠককে দশকের পর দশক।

কবির স্বজনরা প্রত্যাশায় আছেন সুস্থ হয়ে আবারো কলম ধরবেন তিনি।

নিউমোনিয়া আর হৃদস্পন্দনের রোগের প্রকোপ কাটিয়ে আবারো গন্ধ বনিক বা নিশিন্দা নারীর মতো অমর গদ্যের মায়াজালে বন্দী করবেন পাঠকদের -এই প্রত্যাশা তাঁর অগণিত ভক্ত শুভানুধ্যায়ীর।