শাহজালালে ৫ কোটি টাকার বিদেশি সিগারেট উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ কোটি ১০ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার করেছেন কাস্টম হাউসের শুল্ক গোয়েন্দারা।

বুধবার রাত সোয়া ১১টায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইট থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়েছে।

শুল্ক গোয়েন্দার এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই গোয়েন্দারা বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখেন। পরে ইকে-৫৮৪ ফ্লাইটটি অবতরণ করলে এর কার্গোহোল থেকে ফলের ঘোষণায় আনা তিনটি প্লেট শনাক্ত ও আটক করে।

পরে ফ্রেশ ফ্রুট ঘোষণায় আনা এসব কার্টন কাস্টমস হলে এনে রাত প্রায় সাড়ে ১২টার দিকে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। সেখানে আট হাজার ৪৫০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট পাওয়া যায়। জব্দকৃত এসব সিগারেট ব্ল্যাক ব্র্যান্ডের।

এটি ছিল এ যাবত কালের বিদেশি সিগারেটের সবচেয়ে বড় চালান। উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) এড়াতেই এসব সিগারেট এভাবে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুল্ককরসহ জব্দকৃত পণ্যের মূল্য প্রায় পাঁচ কোটি ১০ লাখ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে এবং অন্যান্য আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।