শাহবাগ ও আশেপাশের এলাকায় ফের জড়ো হচ্ছে শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবি নিয়ে আবারো শাহবাগ ও আশেপাশের এলাকায় জড়ো হয়েছে শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আবার একটু একটু করে জড়ো হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্ত্বরে গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে আবার কার্জন হলের ভেতরে প্রবেশ করে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে এক ব্রিফিংয়ে আন্দোলনকারীরা বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের দ্রুত মুক্তি দিতে হবে। তা না হলে তারা আবার একত্রিত হয়ে অবস্থান গ্রহণ করবে বলেও জানিয়েছে।

যেকোনো পরিস্থিতি এড়াতে ও আন্দোলনকারীদের দমাতে সাঁজোয়া যানসহ সব প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ ও র‍্যাব।

রোববার রাত ৮টা থেকেই আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আন্দোলনকারীরা চারুকলা অনুষদের সামনে অবস্থান নিয়ে পুলিশের ছোড়া টিয়ার শেলের প্রতিবাদে ইট পাটকেল ছুঁড়তে থাকে। সংঘর্ষে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন।

পরে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।