শিবচরে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় রোগী নিহত, আহত আট

মাদারীপুর প্রতিনিধি :  শুক্রবার ভোরে কুয়াশায় আছন্ন থাকার কারনে মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা চৌরাস্তা নামক স্থানে একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স থাকা রোগীর নিহত হয়েছেন। এ সময়ে রোগীর সাথে থাকা স্বজনেরা আহত হন আটজন।

সূত্র থেকে জানা যায়, ভোরে কুয়াশায় আছন্ন থাকায় মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা চৌরাস্তা নামক স্থানের ঢাকা-খুলনা মহাসড়কে অ্যাম্বুলেন্স খাদে পড়ে সাহেরা খাতুন (৭১) নামের অ্যাম্বুলেন্স থাকা রোগী ঘটনাস্থলেই নিহত হন। সাহেরাকে ঢাকায় চিকিৎসা শেষে স্বজনেরা নিয়ে বাড়ি ফিরছিলেন। উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের মোকশেদ আলী মোল্লার স্ত্রী নিহত সাহেরা। এ সময়ে নিহত সাহেরার স্বজনেরা অ্যাম্বুলেন্স থাকা অবস্থায় আহতরা হলেন, আয়শা বেগম (৬২), মিনু বেগম (৩১), নুরুজ্জামান (৪৪), লিপি বেগম (৫০), নুর আলম (২৬), শাহীন (২৫), জামিল হোসেন (২৯) ও আকিতুন নেছা (৫৯)। এর মধ্য দুই জনের অবস্থা গুরুত্বর হওয়ার কারনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচ্চ রয়েল ক্লিনিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিবচর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পরে অ্যাম্বুলেন্সটি পুলিশের হেফাজতে আনা হয়েছে। এর আগেই চালক পালিয়ে যেতে সক্ষম হয়।