শিশু স্বাস্থ্যের সর্বনাশ করছেন দাদি-নানিরা!

শিশুদের জন্য ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছেন দাদা-দাদি ও নানা-নানি। তারা শিশুদের জন্য সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা, এমনকি শিশুদের মধ্যে ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারেন তারা।

কারণ তারা তাদের নাতি-নাতনিদের মিষ্টিদ্রব্য ও মোটা হওয়ার খাবার দেন। এছাড়া শিশুদের ফুসফুসকে পরোক্ষ ধূমপানের শিকার বানান তারা।

নতুন এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। নাতি-নাতনিদের জীবনযাপনে দাদা-দাদি ও নানা-নানিদের প্রভাব বিষয়ে এক গবেষণা পর্যালোচনার ওপর ভিত্তি করে এ দাবি করা হয়েছে। খবর ইন্ডিপেনডেন্টের।

গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স্টেফানি চ্যাম্বার্স বলেন, ‘গবেষণার ফলাফল থেকে এটা স্পষ্ট যে, বাড়ন্ত শিশুদেরকে পরোক্ষ ধূমপানের শিকার বানানো ও তাদেরকে নিয়মিত মিষ্টিদ্রব্য খাওয়ানোর মতো আচরণ তাদের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে। তবে এটাও সত্য যে, এই ঝুঁকিগুলো অনিচ্ছাকৃতভাবে সৃষ্ট।’

তিনি আরও বলেন, বর্তমানে জনস্বাস্থ্যের ক্ষেত্রে সচেতনতা তৈরিতে দাদা-দাদি ও নানা-নানিদের প্রতি আলোকপাত না করে শিশুদের বাবা-মায়েদের প্রতি লক্ষ্য করে করা হয়।