‘শেখ হাসিনার ভাষণ বিএনপির ভোট কমিয়ে দিয়েছে’

জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পর আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য ভোট আরো কমে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

বর্তমান সরকারের চার বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় এই ভাষণ দেন প্রধানমন্ত্রী।

সেই ভাষণের প্রসঙ্গে টেনে আজ ওবায়দুল কাদের বলেন, ‘সবাই খুশি, শেখ হাসিনার ভাষণে। হতাশ শুধু বিএনপি। তারা হতাশ। শেখ হাসিনার ভাষণ, বিএনপির ভোট আরো কমিয়ে দিয়েছে। আগামী নির্বাচনে ফার্স্ট টাইম ভোটার, তরুণ ভোটার, নারী ভোটার এরা হবে আওয়ামী লীগের বিজয়ের অন্যতম প্রধান হাতিয়ার।’

এবিএম মহিউদ্দিন চৌধুরীর শুণ্যতা কোনোদিন পূরণ হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন তখনই সার্থক হবে যদি চট্টগ্রামে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলাকে চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।

স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী দলের দুঃসময়ে, সংগ্রাম-আন্দোলন-উন্নয়নের অগ্রভাগে ছিলেন।

শোক সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড.হাসান মাহামুদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত মহিউদ্দীন চৌধুরীর বড় ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।