‘শেখ হাসিনার হাতে জাদু আছে, তাই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ’

শেখ হাসিনার হাতে জাদু আছে, তাই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

রবিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেধার ভিত্তিতে প্রণোদনা ও গরিব অসহায়দের মাঝে ঈদুল ফিতরের শাড়ি বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী আরও বলেন, সারা পৃথিবীতে প্লেগ হয়, কলেরা হয়, গুটি বসন্ত হয়। ঠিক তেমনি একটি রোগ জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ আমাদের অনেক অগ্রগতিকে নষ্ট করে দিতে চায়।

এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুরসহ অনেকে।

বেগম মতিয়া চৌধুরী তার নিজস্ব তহবিল থেকে দুইটি ইউনিয়নের মেধাবী ১২০ জন শিক্ষার্থী ও চার শত জন অসহায় নারীদের মাঝে ঈদুল ফিতরের শাড়ি ও মেয়েদের থ্রি পিছ বিতরণ করেন।