শেষটা ভালো হলো না বাংলাদেশের

শেষ ম্যাচে হার দিয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় দ্বাদশ বিশ্বকাপের মিশনের সমাপ্তি ঘটেছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানে হেরে যায় টাইগার বাহিনী। ইংল্যান্ড বিশ্বকাপে টাইগারদের মূল কাণ্ডারি ছিলেন সাকিব আল হাসান। পুরো বিশ্বকাপে বাংলাদেশকে তার ব্যাটের ওপর নির্ভর করে। আজ তেমনি তার ব্যাটে ভর করে ২০০ রান করে টাইগাররা। ৭৭ বলে ৬৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ম্যাচের পরাজয়ের ঘণ্টা বেজে যায়।

পাকিস্তানের দেওয়া ৩১৬ রানের টার্গেটে ব্যাট করত নেমে সব উইকেট হারিয়ে ২২১ রান করে টাইগাররা। অন্যদিকে পাকিস্তানের পক্ষে শাহীন আফ্রিদী ৬ উইকেট নিয়েছেন। মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ ১ উইকেট পেয়েছেন।

স্কোর: বাংলাদেশ- ২২১/১০

ব্যাটিং

তামিম ৮ (২১)
সৌম্য সরকার ২২ (২২)
সাকিব আল হাসান ৬৪ (৭৭)
মুশফিকুর রাহিম ১৬ (১৯)
লিটন দাস ৩২ (৪০)
মাহমুদুল্লাহ ২৯ (৪১)
মোসাদ্দকে হোসেন ১৬ (২১)
মেহেদী হাসান ৭* (৬)
সাইফুদ্দিন ০ (১)
মাশরাফি বিন মোর্ত্তুজা ১৫ (১৪)
মোস্তাফিজুর রহমান ১ (৩)

বোলিং
মোহাম্মদ হাফিজ ৬-১-৩২-০
মোহাম্মদ আমির ৭-০-৩১-১
শাহীন আফ্রিদি ৯.১-৩৫-৩-৬
ওয়াহাব রিয়াজ ৬-০-২৫-১
ইমাদ ওয়াসিম-৬-০-২৬-০
শাদাব খান ৯-০-৫৯-২

টার্গেট : ৩১৬।