শেষ দিনে বৈধ-অবৈধ প্রার্থী যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের শেষ দিন শনিবার। এর আগে দুইদিনের শুনানিতে প্রার্থিতা ফেরত পেয়েছেন ১৫৮ জন। বাতিল বা খারিজ হয়েছে ১৪১ জনের আপিল। দুইদিনে মোট ৩১০টি আপিল শুনানি নিষ্পত্তি করেছে ইসি। বাকিগুলো পেন্ডিং রয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে শেষ দিনের মতো এ শুনানি শুরু হয়। আজ মোট ২৩৩ জনের আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

তৃতীয় দিন আপিলে বৈধ প্রার্থীরা হলেন যারা : জামালপুর-৩-এ নঈম জাহাঙ্গীর, নেত্রকোনা-১-এ আব্দুল কাঈয়ুম খান, ময়মনসিংহ-৬-এ চৌধুরী মুহাম্মাদ ইসহাক, চট্টগ্রাম-৯-এ মো.মোরশেদ সিদ্দিকি, চাঁদপুর-৪ জেড খান মো.রিয়াজ উদ্দিন, খাগড়াছড়ি নতুন কুমার চাকমা, চট্টগ্রাম-৫-এ নাসির উদ্দিন, বান্দরবান- মামাচিং, ব্রাহ্মণবাড়িয়া-৩ সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম-৮ এম মোরশেদ খান, রাজশাহী-৫-এ মো.আবু বকর সিদ্দিকি, রাজশাহী-৬-এ মো.আবু সাইদ চাঁদ, জয়পুরহাট-১-এ মো.আলেয়া বেগম, সিরাজগঞ্জ-৫-এ মো.আলী আলম।

যশোর-৫-এ মো.ইবাদুল খালেসী, কুষ্টিয়া-৪-এ মো.তছির উদ্দিন, ঝিনাইদহ-২-এ আবু তালেব সেলিম, যশোর-১-এ মো.সাজেদুর রহমান, যশোর-৪-এ লিটন মোল্লা, যশোর-৫-এ রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা-১-এ মোসা. মেরিনা আক্তার, টাঙ্গাইল-১-এ ফকির মাহবুব আনাম স্বপ্ন।

তৃতীয় দিন আপিলে অবৈধ বা বাতিল হওয়া প্রার্থীরা হলেন যারা : নেত্রকোনা-১-এ মো.এরশাদুর রহমান, ময়মনসিংহ-৪-এ কামরুল ইসলাম মো.ওয়ালিদ, ময়মনসিংহ-৯-এ আলমগীর কবির, ময়মনসিংহ-৭-এ এম.এ রাজ্জাক খান, নেত্রকোনা-৫-এ মো.জাকির হোসেব, ময়মনসিংহ-১-এ একে এম লুতফর রহমান (বহালের বিরুদ্ধে), ময়মনসিংহ-৩-এ নাজনীন (অনুপস্থিত), নেত্রকোনা-৪ শফী আহমেদ, জামালপুর-৩ মো. মাসুম বিল্লাহ, জামালপুর-৫ ইঞ্জিয়ার মোহাম্মদ আলী (অনুপস্থিত), ময়মনসিংহ-১১ এস.এম আসরাফুল হক, ময়মনসিংহ-৩ মো.সামীউল আলম, কুমিল্লা-৩ আহসানুল কিশোর।

কুমিল্লা-১০ মো. রুহুল আমিন চৌধুরী, চট্টগ্রাম-৫ মীর মো.হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-২ শাহ মফিজ, চট্টগ্রাম-১১ মাওলানা আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়া-২ মো.মহিউদ্দিন মোল্লা, ফেনী-৩ আনোয়ার কবির, নোয়াখালী-৩ আফতাব উদ্দিন, কুমিল্লা-৪ ইরফানুল সরকার,ব্রাহ্মণবাড়িয়া-৩ জামাল রানা, বান্দারবান- ডানাই দ্রু নেলী, ব্রাহ্মণবাড়িয়া-৩ মো.ওমর ইউসুফ, যশোর-২ মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফি, ঝিনাইদহ-২ মশিউর রহমান, যশোর-২ এ বি এম আহসানুল হক।

গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নি কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্দ ব্যক্তিরা ৫৪৩টি আবেদন দায়ের করেন। তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।