শ্রমিকের অধিকার || শেখ সুমাইয়া সুলতানা

শ্রমিকের অধিকার
– শেখ সুমাইয়া সুলতানা


আজ সময় এসেছে ঘুরে দাঁড়াবার
অধিকার আদায়ের,
জাগো ভাই
শ্রমিক, কৃষাণ,কুলি মজুর,কামার,কুমোর
অরাজকতার
বিনাশ করো ওই অত্যাচারী সাহেবের।

কলকারখানার দেয়ালের স্তরে
শুকায় যাদের ঘাম,
বলি সাহেব
শুনছেন?
সময়মতো
শোধ করেছেন কী শ্রমিকের পরিশ্রমের দাম?

বলি শুনছেন কী সুপারভাইজার?
উচ্চতর দাপটে অফিসার?
সকাল- সন্ধ্যা
আপনার ধমকে কতো হৃৎপিণ্ড –
প্রায় মৃত
এই কলকারখানার!

বড়কর্তার বুটের আওয়াজে কেঁপে ওঠে-
কলকারখানা
ধ্বসে পড়া ভবনের মতো,
শ্রমিক যেন কেনা গোলাম
যেমন খাটায়
তেমনি খাটে রাত-বিরাতে অবিরত।

এই পরাধীনতা আর মানি না
মানবো না আর কোনো
অত্যাচার,
সাহেব আপনার পদতলে সুধায় মাটি
আজ আপনার দিন গোণা শেষ
কোথাও পথ নেই পালাবার।