শ্রীলঙ্কায় ৯ আত্মঘাতির স্কোয়াডে ছিলো নারী জঙ্গিও

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে বোমা হামলায় অংশ নিয়েছিলো এক নারী জঙ্গিও। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণ ঘটায় মোট ৯ আত্মঘাতি, যাদের একজন নারী। খবর কলম্বো গ্যাজেটের।

এ পর্যন্ত অংশ নেয়া মোট ৯ জনের আত্মঘাতির মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিতভাবে জানতে পেরেছে শ্রীলঙ্কার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেন, ‘আমরা নিশ্চিত যে, মোট ৯ জন আত্মঘাতি হামলায় অংশ নিয়েছিলো এবং তাদের মধ্যে অন্তত একজন নারী।’

এ হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা পাঁচ শতাধিক। নিহতের সংখ্যা এখনও বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট(আইএস)। আইএসের বার্তা সংস্থা আমাক এজেন্সি দায় স্বীকার করে বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স। উগ্র ইসলামপন্থী সংগঠন তৌহিদ জামাতও হামলার দায় স্বীকার করেছে।

হামলার ঘটনায় যথাযত দ্বায়িত্ব পালনে ব্যর্থ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)পুজিথ জয়সুন্দর ও প্রতিরক্ষা সেক্রেটারি হেমাসিরি ফার্নান্দোকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।