সংবর্ধনায় দেয়া সোনার নৌকা ফেরত দিলেন আইনমন্ত্রী

ঐক্যফ্রন্টের সংলাপ প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে তাদের সাথে আবার কিসের সংলাপ। জনগণ তাদের ভোট দেয়নি। তারা ভেবেছে ঢাকা শহরের সোফায় বসে যা খুশি তা করবে, আর আপনারা তা মেনে নিবেন এটা তাদের অভ্যাস। এই অভ্যাসকে আর কোনো সুযোগ দেওয়া হবে না।

টানা দ্বিতীয়বার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করায় শুক্রবার বিকেলে আখাউড়ায় উপজেলা মাঠে আনিসুল হককে সংবর্ধনা দেয়া হয়।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

এসময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আইনমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। আমরা অন্যায়কে প্রশ্রয় দেই না এবং অন্যায়ের বিরুদ্ধে সব সময় থাকব।

তিনি বলেন, জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে আবার ক্ষমতায় বসিয়েছে। দেশে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের সিঁড়ি পেরুতে পেরুতে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে একদিন।

যখন দেশ উন্নয়নের দিকে যাচ্ছে, তখনই জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে।

সংবর্ধনায় আখাউড়ার মেয়র তাকজিল খলিফা কাজল একটি সোনার নৌকা দিয়ে বরণ করে নেন মন্ত্রীকে।

এতে আইনমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে তার আসন থেকে উঠে মাইকে ঘোষণা দেন সোনার নৌকাটি ফেরত দেওয়ার।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।