সংরক্ষিত আসনে ৪৯ জনকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা

সংরক্ষিত নারী আসনে ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন সংক্রান্ত রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম এ ঘোষণা দেন।

তিনি সাংবাদিকদের বলেন, শনিবার বিকেল ৫টা পর্যন্ত সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মধ্যে প্রত্যাহারের শেষ সময় ছিল। কিন্তু কোনো প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেনি।

তিনি বলেন, আমাদের আইনে আছে, যদি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকে আর সেখান থেকে কেউ প্রত্যাহার না করে। তাহলে প্রত্যাহারের শেষ দিনের পরের দিন তাদের প্রার্থিতা চূড়ান্ত করতে হবে। তাই কোনো প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় আমি ৪৯ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করলাম।

তিনি আরো বলেন, আমরা গেজেট প্রকাশের জন্য ইসি সচিব মহোদয়কে তালিকা দিয়েছি। আজ বা কালকের মধ্যে গেজেট হয়ে যাবে।

চূড়ান্তভাবে নির্বাচিত ৪৯ জনের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, স্বতন্ত্র- ১ জন এবং ওয়ার্কার্স পার্টির ১ জন রয়েছেন।