সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন রওশন এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হচ্ছেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা রোববার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।

রাঙ্গা বলেন, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হচ্ছেন এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত রয়েছে। ম্যাডাম সংসদে বিরোধীদলীয় নেতা আর জিএম কাদের পার্টি পরিচালনা করবেন। এখন পর্যন্ত দলের এ সিদ্ধান্তই রয়েছে।

বর্তমানে জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে রয়েছেন রওশন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বিরোধীদলীয় নেতা। এরশাদের মৃত্যূতে বিরোধীদলীয় নেতার পদ শূন্য হয়।

একাদশ সংসদে প্রথমে বিরোধীদলীয় উপনেতা ছিলেন জিএম কাদের। হুসেইন মুহম্মদ এরশাদ গত ৭ এপ্রিল চিঠি দিয়ে ছোট ভাই জিএম কাদেরকে সংসদে উপনেতার পদ থেকে সরিয়ে সেই পদে বসান স্ত্রী রওশনকে।

এর আগে শনিবার (২০ জুলাই) দুপুরে রওশনের বাসায় গিয়ে বৈঠক করেন জিএম কাদের। সেখানে রওশন জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান হিসেবে আশির্বাদ করেন। পাশাপাশি তিনি নিজে (রওশন) বিরোধীদলীয় নেতা হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।