সংসদ ভাঙার দাবি তুললেন বাম জোট নেতারাও

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভাঙার দাবি তুলেছেন বাম গণতান্ত্রিক জোট নেতারাও। সেই সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে নিরপেক্ষ সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন তারা।

মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক শেষে জোটের সমন্বয়ক সাইফুল হক সাংবাদিকদের এ কথা জানান।

বাম জোটের সমন্বয়ক জানান, তারা বৈঠকে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তুলেছেন। এর মধ্যে সংসদ বাতিল, নিরপেক্ষ সরকার গঠনের পাশাপাশি নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও করেছেন তারা। এছাড়া নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতে বলেছেন।

সাইফুল হক বলেন, ‘আমরা বলেছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভাবেই ইভিএম ব্যবহার না করা যাবে না। এছাড়া বিরোধী দলগুলোকে গায়েবি মামলা-হামলার মাধ্যমে যে হয়রানি করা হচ্ছে, তা বন্ধ করতে হবে। রাজবন্দি হিসেবে যারা কারাগারে আছেন তাদের মুক্তি দিতে হবে।’

এছাড়া নির্বাচনকালীন সময়ে মন্ত্রীদের সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বলেছি সরকারি দল নির্বাচনকালীন সময়ে যে সুবিধা ভোগ করবেন, অন্য প্রার্থীদের জন্য একই সুবিধা ও নিশ্চিত করতে হবে। আমরা দেখতে চাই সরকার কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবে।’

সংবিধান সংশোধনের বিষয় তুলে ধরে বামনেতা সাইফুল হক বলেন, ‘সাংবিধানিক কাঠামোর মধ্যে বর্তমান সমস্যাগুলো সমাধান সম্ভব। এজন্যে সংবিধান সংশোধন প্রয়োজন হলে সরকার চাইলে তাও করতে পারে। কারণ সংসদে তারা সংখ্যাগরিষ্ঠ।’
বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে বা দাবি-দাওয়া না মানা হলে কী করবেন?

জবাবে সাইফুল হক বলেন, ‘আমরা নির্বাচন করতে চাই। নির্বাচন করার জন্য গণতান্ত্রিক পরিবেশ চাই। আন্দোলনও করছি। সংলাপও করছি। আশা করছি সরকার একটা কার্যকরী পদক্ষেপ নেবে।’

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যেগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এখন আমি কোনো বিষয়ে মন্তব্য করতে চাইছি না। আগামী ৮ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করে সংলাপের সার-সংক্ষেপ জানাবেন। তার আগে আমি কিছু বলতে চাই না।’