সন্তানের মরদেহ ৫ বছর ধরে লকারে

জাপানে শিশু সন্তানের মরদেহ ৫ বছর ধরে লকারে রাখার দায়ে শিশুটির মাকে আটক করেছে দেশটির পুলিশ। টোকিও পুলিশ জানিয়েছে, মৃত শিশুটিকে চার-পাঁচ বছর ধরে লকারে আটকে রাখার বিষয়টি শিশুটির মা এমিরি সুজাকি (৪৯) স্বীকার করেছেন।

টোকিও পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, টোকিও স্টেশনের কয়েন লকারে শিশুটির মরদেহ একটি প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে আটকে রাখা হয়। সুজাকি এই পাঁচ বছর ধরেই নিয়মিত ওই লকারের ফি দিয়ে আসছিলেন।

শিশুটির মা সুজাকি বলেন, আমি জীবিত সন্তান জন্ম দিতে পারছিলাম না, তাই খুব দুশ্চিন্তাগ্রস্ত থেকেই শিশুটির মরদেহ সৎকার করতে দেইনি।

দেশটির সংবাদ মাধ্যম বলছে প্রতি লকারের ফি বাবদ প্রতিদিন তাকে ১.৮০ ডলার দিতে হত। লকারের ফি বাবদ ৮.৮৬ ডলার পাওনা থাকলে লকার অপারেটর তা সরিয়ে ফেলেন।

পুলিশ শিশুটির মৃত দেহ উদ্ধার করার পর সন্তান পরিত্যাগ করার সন্দেহে সুজাকিকে আটক করে। শিশুটির জন্ম নেয়ার খুব অল্প সময়ে পরিত্যাগ করা হয় বলে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন টোকিও প্রশাসন।