সপরিবারে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ প্রধানমন্ত্রীর

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি দীর্ঘ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস প্রাথমিক পর্যায়ে উত্তরণ করায় দিনভর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই ঢোলের তালে তালে শিল্পীরা নৃত্য করতে করতে মাঠে প্রবেশ করেন। শুরু হয় ৫০ জন বংশী বাদকের সুরে বাংলার চিরচেনা গানের সুর। এরপর শিল্পকলা একাডেমির শিল্পীরা ‘এ মাটি তো নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ পরিবেশন করেন।

দোতারার সুরে আবহমান সংগীতের সুর তোলেন বাদক দল। তারা লালনের দুটি গানের সুর বাজান। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হওয়ার পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আলো ছায়ার বর্ণিল ছোঁয়ায় লেজার শো অনুষ্ঠিত হয়। লেজার শোর মাধ্যমে দেশের গত ৯ বছরের উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাওয়া বিভিন্ন অ্যাওয়ার্ডের চিত্র ফুটিয়ে তোলা হয়। এটা ডিজিটাল বাংলাদেশের অবদান।