‘সমস্যা দীর্ঘস্থায়ী হলে রোহিঙ্গাদের জায়গা হবে ভাসানচরে’

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সমস্যা দীর্ঘস্থায়ী হলে তাদের স্থায়ীভাবে জায়গা দেওয়া হবে ভাসানচরে (ভাসানচরের আগের নাম ঠেঙ্গার চর)। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া একথা জানিয়েছেন।

সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর কমিশনার ফিলিপ ক্যানডিও মন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি চলে যাওয়ার পর মন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য। যদি তাদের নিয়ে দীর্ঘস্থায়ী কোনও পরিকল্পনা করতে হয় তাহলে তাদের ভাসানচরে স্থানান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে সেকথা বলেছেন। সেক্ষেত্রে অবকাঠামোগত সব সহযোগিতা করবে ইউএনএইচসিআর। মানুষের বসবাস উপযোগী করে তুলতে কারিগরি সহযোগিতাও তারা করবে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ বিষয়টি চূড়ান্ত হবে।’

তিনি বলেন, ‘১৯৯১ সাল থেকে ইউএনএইচসির বাংলাদেশে কাজ করছে। তারা আমাদের পুরনো বন্ধু। আমাদের এই সমস্যার জন্য যে যে সহযোগিতা দরকার তারা তা দেবে।’