সমাবেশকে কেন্দ্র করে রাজধানীগামী বাসে তল্লাশি

ঢাকার কেরানীগঞ্জ থেকে রাজধানীগামী বাসগুলোয় তল্লাশি জোরদার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ–চীন মৈত্রী বুড়িগঙ্গা প্রথম সেতুর দক্ষিণ প্রান্তে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় রাজধানীগামী বাসগুলোয় তল্লাশি চলছে। পুলিশ জানায়, ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

বুড়িগঙ্গা তৃতীয় সেতু বসিলা ব্রিজ এলাকাতেও রাজধানীমুখী বাস আটকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কেরানীগঞ্জের ২০ থেকে ২৫টি খেয়াঘাট এলাকায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা মহড়া দিচ্ছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান বলেন, ‘এখানে পাহারা দিচ্ছি। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেছেন, ‘সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে, এ জন্য রাজধানীমুখী পরিবহনগুলো নজরদারিতে রাখা হয়েছে।’

নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনসহ ৭ দফা দাবিতে আজ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ঐক্যফ্রন্ট। সমাবেশে নতুন কর্মসূচি দিতে পারে তারা।