সম্পূর্ণ ফিট না হয়ে খেলতে চাই না : সাকিব

চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে ব্যথা পান সাকিব আল হাসান। আঙুলের সেই চোট এখনও ভোগাচ্ছে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে। সাকিব যাচ্ছেন যত দ্রুত সম্ভব আঙুলের অস্ত্রোপচার করাতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য যাচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের পরে সাকিবের অস্ত্রোপচার করাতে। তার কারণ এশিয়া কাপের আগে অস্ত্রোপচার হলে দেশসেরা ক্রিকেটারের সার্ভিস পাওয়া যাবে না। অস্ত্রোপচার করা হলে সাকিবকে ন্যূনতম ২ মাস মাঠের বাইরে থাকতে হবে।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান নিজের হাতের অবস্থা নিয়ে বলেন, হাতের অবস্থা ফিজিও ভালো বলতে পারবেন। যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচার করে ফেলাটাই ভালো হবে।

আঙুলের অস্ত্রোপচার এশিয়া কাপের আগে না পরে হবে? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, খুব সম্ভবত এশিয়া কাপের আগেই হবে। সেটাই হওয়া উচিত। সম্পূর্ণ ফিট না হয়ে খেলতে চাই না আমি।