‘সম্মতি ছাড়া নারীর শরীর স্পর্শ করা যাবে না’

দিল্লির একটি আদালত বলেছেন, সম্মতি ছাড়া কোনো নারীকে স্পর্শ করা যাবে না, সে যে-ই হোক। রোববার (২১ জানুয়ারি) একটি মামলার রায় দিতে গিয়ে আদালত এমনটাই বলেছেন। অতিরিক্ত দায়রা জজ সীমা মাইনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এখনও এক শ্রেণির লোভী ও বিকৃত কামাতুর পুরুষ নারীর ব্যক্তি স্বাধীনতাকে সম্মান দিতে জানে না।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২০১৪ সালে উত্তর দিল্লির মুখার্জী নগরে ভিড়ে ঠাসা বাজারে এক নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করে রাম নামের এক ব্যক্তি। মায়ের সঙ্গে থাকা মেয়েটি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠায় সেখান থেকে দ্রুত সরে পড়ার চেষ্টা চালায় রাম। এর আগেই অন্যরা তাকে ধরে গণ-ধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে। বিচারে আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৬০ হাজার টাকা জরিমানা করেছেন।

রায়ে বিচারক বলেন, একটি মেয়ে সে সাবালিকা বা নাবালিকা যা-ই হোক তার শরীরের ওপর একমাত্র তারই অধিকার। কোনো অবস্থাতেই তার সম্মতি ছাড়া কেউ তার শরীর স্পর্শ করতে পারে না। নারীদের আজো ভোগ্যপণ্য হিসেবে গণ্য করায় ক্ষোভ প্রকাশ করেন বিচারক।