সস্ত্রীক ওমরাহ পালন করলেন ক্রিকেটার আরিফুল

ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই মুহূর্তে কার্ডিফে অনুশীলনে ব্যস্ত মাশরাফি বাহিনী। কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে যাদের ঠাঁই হয়নি সেসব ক্রিকেটারদের কোনো ব্যস্ততা নেই।

ঘরোয়া ক্রিকেটেও নেই কোনো টুর্নামেন্ট বা ম্যাচ। এইতো সেদিন শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগ। তাই এমন অলস সময় নিজেদের মতো করে কাটাচ্ছেন ক্রিকেটাররা।

তবে সুযোগকে আধ্যাত্মিক কাজে ব্যয় করলেন জাতীয় দলের এই ব্যাটিং অলরাউন্ডার আরিফুল হক।

ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি আরব ছুটে গেলেন তিনি। এটাই তাদের প্রথমবারের মতো ওমরাহ পালন।

শুক্রবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সেলফি পোস্ট করেছেন আরিফুলের স্ত্রী সিফাত তাসনিম।

ওই সেলফিতে দেখা গেছে, স্বামীর সঙ্গে মক্কায় পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ওমরাহ পালন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন তাসনিম।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা একসঙ্গে আমাদের প্রথম ওমরাহ সম্পন্ন করেছি। এই স্থান একটি বেহেস্ত এবং এটা অসাধারণ। এই সুন্দর আমন্ত্রণের জন্য আল্লাহ আপনাকে ধন্যবাদ। প্রত্যেক মুসলমান যেন এই পবিত্র স্থানটি ভ্রমণ করার সুযোগ পায়। আমিন।’