সাভারে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক (সাভার) : সাভারে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ এরই মধ্যে প্রধান অভিযুক্তসহ মোট ৩ জনকে আটক করেছে। জড়িত বাকীদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধার পর সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লা থেকে ওই ৩ বখাটে মামুন, সোহাগ এবং বারেককে আটক করা হয়।

পুলিশ জানায়, সাভারের নামা গেন্ডা ময়লার মোড়ে মহল্লায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করে গণ ধর্ষণের শিকার ওই নারী। গেল রাতে কারখানা থেকে কাজ শেষ করে বাসায় ফিরে আসার পর স্থানীয় ৭ বখাটে ওই নারীকে বাসা থেকে তুলে পার্শবর্তী নির্জনস্থানে নিয়ে যায়। পরে সেখানে আটক ওই ৩ বখাটে বাকীদের সহযোগীতায় পালাক্রমে ধর্ষণ করে। এবং ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ছেড়ে দেয়। পরবর্তীতে ওই নারী আজ সন্ধায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে।

গণধর্ষণের শিকার ওই নারীকে আগামীকাল সকালে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোহবে।এবং এঘটনায় বাকীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানায় সাভার মডেল থানা পুলিশ।