সাভারে বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, (সাভার) : সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরী পোশাক কারখানার প্রায় দুই শতাধিক শ্রমিক।

মঙ্গলবার সকালে বকেয়া বেতনের দাবীতে কারখানার সামনে হাজির হয় সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় অবস্থিত আব্বাস এ্যাপারেলস কারখানার শ্রমিকরা।

সকাল ৯ টা হতে তিন মাসের বকেয়া বেতন এবং ওভারটাইম বিল পরিশোধের দাবীতে কারখানাটির মূল ফটকের সামনে অবস্থান নেয় শ্রমিকরা।

এসময় তালাবদ্ধ কারখানাটির সামনে অবস্থান নিলেও মালিক পক্ষের কোন সাড়া পায়নি শ্রমিকরা। একপর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাভার বাজার রোড হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠে আসে।বিক্ষোভরত শ্রমিকরা বাজার রোডের মাথায় মহাসড়কে অবস্থান নিয়ে বকেয়া বেতন ও ওভার টাইম এর দাবী জানীয়ে বিক্ষোভ করে।

এসময় মহাসড়কের সাভার বাজার -ষ্ট্যান্ড এলাকায় উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।সকাল সাড়ে দশটা টা থেকে সাড়ে এগারটা পর্যন্ত প্রায় ১ ঘন্টারও বেশী সময় মহাসড়ক অবরোধ করে রাখে শমিকরা। এঘটনায় দূভোগে পড়ে হাজার হাজার মানুষ।

পরে পুলিশ এসে মহাসড়কের পূর্বপাশ হতে শ্রমিকদের সরিয়ে দিলেও দিন ভর পশ্চিম পাশে অবস্থান নেয় শ্রমিকরা।

ফলে মহাসড়কটির একপাশ দিয়ে যান চলাচল করায় যানযটে পড়ে সাধারণ যাত্রীরা।

বিকেল চারটায় সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি ঘটনাস্থলে এসে বিক্ষোভ করতে থাকা শ্রমিকদের আশ্বাস দিলে শ্রমিকরা সড়কের পশ্চিম পাশ হতে তাদের অবস্থান সরিয়ে নেয়।