সারা বিশ্বে ১১০ কোটি মানুষ পরিচয়হীন!

সারা বিশ্বে ১১০ কোটি মানুষ পরিচয়হীন হয়ে বেঁচে রয়েছেন। এর মধ্যে অধিকাংশই এশিয়া ও আফ্রিকার বাসিন্দা।

পরিচয় না থাকায় স্বাস্থ্য, শিক্ষা, আর্থ-সামাজিক সুবিধা থেকে এরা বঞ্চিত, এমন প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

এই অদৃশ্য মানুষদের এক তৃতীয়াংশই শিশু। নিজেদের বার্ষিক বৈঠকে এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন পেশ করেছে বিশ্বব্যাংক। এর মধ্যে বেশিরভাগ মানুষই সংঘাত ও প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গৃহহীন, আশ্রয়হীন হয়ে পড়েছেন।

সম্বলহীন এমন মানুষদের দারিদ্র থেকে মুক্ত করতে নতুন ডিজিটাল আইডেন্টিফিকেশন প্রোগ্রাম চালু করা হচ্ছে। পাশাপাশি সিভিল রেজিস্ট্রেশন চালু করার ভাবনাও রয়েছে। এই খাতে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে বিশ্বব্যাংক।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে এত কোটি মানুষে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। এমনটাই জানিয়েছেন বিশ্বব্যাংকের মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্গিয়েভা।

স্বাস্থ্য, শিক্ষা, আর্থ-সামাজিক সুব্যবস্থা ফিরিয়ে দিতে এই উদ্যোগ সফল হবে বলেই তিনি মনে করেন।