সাহিত্যে নোবেলজয়ী টনি মরিসন আর নেই

নোবেলজয়ী মার্কিন লেখক টনি মরিসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। স্থানীয় সোমবার (৫ আগস্ট) রাতে নিউইয়র্কের মন্টিফোর মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়।

মরিসন বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তার পরিবার।

১৯৯৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান এই মার্কিন কথাসাহিত্যিক। এর আগে ১৯৮৭ সালে প্রকাশিত ‘বিলাভড’ উপন্যাসের জন্য এর পরের বছর পুলিৎজার ও আমেরিকান বুক অ্যাওয়ার্ড পান তিনি। পরে এই বই থেকে একই নামে চলচ্চিত্রও নির্মিত হয়।

এক বিবৃতিতে টনি মরিসনকে ‘যথার্থ পারিবারিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করেছে মরিসনের পরিবার। মৃত্যুর সময় স্বজনেরা তার পাশে ছিলেন বলেও জানানো হয় ওই শোকবার্তায়।

বলা হয়, তার মৃত্যু অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। মরিসনের দীর্ঘজীবন ও অর্জনে তার পরিবার, স্বজন বেশ কৃতজ্ঞ।

তার মৃত্যুতে মার্কিন সাহিত্যঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সূত্র : বিবিসি