সিঙ্গাপুরের ১৫ লাখ মানুষের তথ্য হ্যাক

সিঙ্গাপুরে হ্যাকাররা ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। পরিকল্পিতভাবে সরকারি স্বাস্থ্যবিষয়ক ডাটাবেসে ঢুকে হ্যাকাররা তথ্য হাতিয়ে নিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সরকার।

প্রায় ৫৭ লাখ জনসংখ্যার দেশটির ১৫ লাখ বা এক-চতুর্থাংশ মানুষের তথ্য চুরিতে চোখ কপালে উঠেছে সরকারের।

২০১৫ সালের মে এবং এ বছর ৪ জুলাইয়ের মধ্যে যারা ক্লিনিকে গেছে, তাদেরই টার্গেট করেছে হ্যাকাররা। চুরি করা তথ্যের মধ্যে রয়েছে নাম ও ঠিকানা। তবে মেডিকেল রেকর্ড নেই। কিছু ক্ষেত্রে রোগীকে দেয়া ওষুধের তথ্য রয়েছে।

হাসপাতালের বহির্বিভাগের প্রায় ১ লাখ ৬০ হাজার রোগীর ওষুধের তথ্য চুরি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

তবে কোনো রেকর্ড সংশোধন কিংবা ডিলিট করা হয়নি। অন্য কোনো রোগীর রেকর্ড যেমন- ডায়াগনোসিস, টেস্ট রেজাল্ট কিংবা ডাক্তারের নোটের তথ্য নেয়া হয়নি। অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবার আইটি সিস্টেমেও এ ধরনের কোনো হ্যাকিংয়ের প্রমাণ পাওয়া যায়নি। উন্নত চিকিৎসার দেশ সিঙ্গাপুর।

দেশটি নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার জন্য গর্ববোধ করে থাকে, সেখানে হ্যাকিংয়ের এ ঘটনা ঘটল। সরকার এর আগে সাইবার হামলার ব্যাপারে সবাইকে সতর্ক করেছে। তারা আন্তর্জাতিক হ্যাকারদের টার্গেটে পরিণত হয়েছে বলে জানিয়েছে।