সিরিয়া বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই : ট্রাম্প

সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ও তাঁর দল ‘খুব, খুব গুরুত্বের সঙ্গে’ বিষয়টি দেখছেন।

সিরিয়ার দুমা এলাকায় রাসায়নিক হামলার পর পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশ হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে সিরিয়ার মিত্র রাশিয়া এ হামলার বিরোধিতা করেছে।

জাতিসংঘে মস্কোর দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের আশঙ্কা তিনি বাদ দিচ্ছেন না। তিনি বলেন, ‘আমাদের অগ্রাধিকার হলো যুদ্ধের বিপদ এড়ানো।’

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ বলেন, সিরিয়ার সরকার দুমায় রাসায়নিক হামলা চালিয়েছে, তার কাছে প্রমাণ এটার প্রমাণ আছে।

যুক্তরাজ্যে মন্ত্রীরা সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তাঁরা একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছেন।

হোয়াইট হাউস বলেছে, ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলবেন।

এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও জরুরি বৈঠক ডেকেছে।

সিরিয়ার বাশার আল-আসাদের সরকার সব সময়ই দুমায় রাসায়নিক হামলার কথা অস্বীকার করে আসছে, যাতে বেশ কয়েকজন নিহত হয়।