সিলেটে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে তিন শ্রমিক নিহত

অবৈধভাবে পাথর তুলতে গিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় তিন শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের লামাপুঞ্জি এলাকায় নাজিম উদ্দিন ও ওসমান নামের দুই শ্রমিক প্রাণ হারান। একই সময়ে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় নিহত হন এক শ্রমিক।

স্থানীয় লোকজন জানায়, বিকেলে জাফলংয়ের লামাপুঞ্জি এলাকায় ফারুক আহমেদের পাথর কোয়ারিতে থাকা অবৈধ বোমা মেশিনের পানির পাইপ ছুটে শ্রমিক নাজিম উদ্দিন মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিকেলে একই এলাকার বিল্লালের পাথর কোয়ারিতে মাটিচাপা পরে ওসমান নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

অন্যদিকে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা এলাকায় বশিরের গর্তে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে পাথরের নিচে চাপা পড়ে এখলাছ নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন।