সিলেটে বিএনপি নয়, সরব জামায়াত

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রগুলো‌তে বিএনপির আরিফুল হকে চৌধুরীর ধানের শীষের কর্মী-সমর্থকদের উপ‌স্থি‌তি না দেখা গেলেও স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়েরের টে‌বিল ঘ‌ড়ি প্রতীকের কর্মী সমর্থক‌দের সরব উপ‌স্থি‌তি দেখা গে‌ছে।

কেন্দ্রগুলোতে টে‌বিল ঘ‌ড়ির এজেন্ট দেখা গেলেও ধানের শীষের এজেন্টদের অনুপস্থিতিও দেখা গেছে।

কেন্দ্র প‌রিদর্শ‌নে দেখা যায়, গলায় কার্ড ঝু‌লি‌য়ে টে‌বিল ঘড়ির পক্ষে ভোট চাইছেন জামায়াতের কর্মী-সমর্থকরা। কেন্দ্রগুলো‌তে বেশ উৎফুল্ল তারা।

কিছু কিছু কেন্দ্রের বাইরে টে‌বিল ব‌সিয়ে ভোটারদের সহযোগিতা করতে দেখা গেছে। সারা শহরজুড়ে জামায়াতের প্রার্থীর পোস্টার শোভা পাচ্ছে। পোস্টার দেখে আন্দাজ করা যায়, বাধা ছাড়াই প্রচার চা‌লিয়ে‌ছেন জুবায়ের।

‌সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাম‌নে গলায় টে‌বিল ঘ‌ড়ির কার্ড ঝু‌লিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন কয়েকজন যুবক। এই কেন্দ্রে সব বুথে জামায়াতের পো‌লিং এজেন্ট দেয়া হয়েছে।

‌বিএন‌পি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থেকেও সিলেটে প্রার্থী দেয় জামায়াত। প্রার্থিতা তুলে নিতে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের অনুরোধও ফি‌রি‌য়ে দেন জামায়াত নেতারা। ২০ দলীয় জো‌টের একাধিক বৈঠকে এ নিয়ে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হন বিএন‌পি নেতারা।

এই নির্বাচনে আওয়ামী লীগের সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান এবং বিএনপির আরিফুল হক চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লড়াইটা তাদের মধ্যে হবে বলে ধারণা করা হলেও জামায়াতে আশা করছে জয় তাদেরই হবে।

সকালে ভোট দিয়ে বিএনপির প্রার্থী দাবি করেন, তিনটি ওয়ার্ডে আগের রাতেই ভোট দিয়ে দেয়া হয়েছে। তবে শহীদ হলেও শেষ অবধি ভোটে থাকার ঘোষণা দেন তিনি।

বিএনপির প্রার্থী জুবায়ের অবশ্য ভোটের পরিবেশ নিয়ে কোনো আপত্তির কথা জানাননি ভোটের দিন।