‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে প্রভাবিত করছে একটি রাজনৈতিক দল’

পেছন থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে একটি রাজনৈতিক দল প্রভাবিত করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘আগেও বলেছি, আবারও বলছি। এই সমিতিকে একটি রাজনৈতিক দল প্রভাবিত করছে। যাবজ্জীবন মানেই আমৃত্যু কারাবাস— উচ্চ আদালতের এ রায় নিয়ে তারা (৬ নভেম্বর) একটি সংবাদ সম্মেলন করেছে। ওই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংগঠনের পক্ষে একজন আইনজীবীর স্বাক্ষর করা থেকেই বোঝা যায়, এর পেছনে জামায়াতে ইসলামী আছে।’

মঙ্গলবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বারের সভাপতি-সেক্রেটারির পক্ষে স্বাক্ষর করেছেন একজন আইনজীবী (অ্যাডভোকেট শিশির মনির)। এর থেকেই স্পষ্ট, জামায়াতে ইসলামী এর পেছনে আছে। আমার ধারণা তেমনই। কেননা, যাবজ্জীবন মানেই আমৃত্যু কারাবাস— এটা বাস্তবায়িত হলে তাদের কয়েকজন আসামিকে (মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত আসামি) আমৃত্যু কারাবাসে থাকতে হবে। কিন্তু আদালতের এই বিধান ফৌজদারি কার্যবিধি ও পেনাল কোডের ক্ষেত্রে প্রযোজ্য। যুদ্ধাপরাধীদের (মানবতাবিরোধী অপরাধী) বিচার একটি বিশেষ আইনে হয়েছে। তাই এ ক্ষেত্রে বিধানটি প্রযোজ্য নয়।’