সেই পূর্ণিমা কিনলেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম

বিএনপি-জামায়াত জোটের সমর্থকদের হাতে ধর্ষণের শিকার হওয়া সেই পূর্ণিমা রানী শীল একাদশ সংসদে সংরক্ষিতে আসনের সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হলে দলটির সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন পূর্ণিমা।

৫০টি সংরক্ষিত আসনের মধ্যে সংখ্যার অনুপাতে আওয়ামী লীগ পাবে ৪৩টি আসন। ৪৩টি আসনে প্রার্থী বাছাইয়ের জন্য মনোনয়ন ফরম ছাড়া হয়েছে। প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় নিজের জন্য ফরম নিলেন পূর্ণিমা।

উল্লেখ্য, ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার পর হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের সমর্থকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে। সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার দেলয়া গ্রামের শীলের মেয়ে অনিল কুমার পূর্ণিমাকে গণধর্ষণ করা হয়। পূর্ণিমা তখন দশম শ্রেণিতে পড়তেন। ধর্ষণের পরে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন পূর্ণিমা।

পরে ধর্ষণকারীরা সবাই বিএনপি-জামায়াত জোটের সমর্থক হিসেবে চিহ্নিত হয়। ওই ঘটনায় ২০১১ সালে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করে আদালত।