সেনা মোতায়েন ও সীমানা পুনর্নির্ধারণ চায় না আ’লীগ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার আওয়ামী লীগের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সংলাপে সেনা মোতায়েন ও সীমানা পুনর্নির্ধারণ না করাসহ ১১ দফা প্রস্তাব দিয়েছে দলটি।

সংলাপ শেষে বৈঠক কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ইসির সঙ্গে সংলাপ ইতিবাচক হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, অন্য নির্বাচন কমিশনার ও সচিবের বক্তব্য ইতিবাচক ছিল বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তক মন্তব্যের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যের ব্যাখ্যা পেয়েছি। তবে ব্যাখ্যার বিষয়ে কিছুই বলতে চাই না। কোনো ব্যাখ্যা দিতে হলে সেটা ইসি দেবে।

এর আগে সকাল ১১টায় ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ২১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে যান। পরে সিইসি নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।