সৈয়দ আশরাফের স্ত্রী শীলা আর নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্থানীয় সময় রোববার দিবাগত রাত ৩টার দিকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শীলার মৃত্যু হয়।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালসের (ইউসিএলএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন শীলা। তাঁর পাশে ছিলেন মেয়ে রীতা আশরাফ।

সৈয়দ আশরাফের মামাতো ভাই মঈনুজ্জামান অপু মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি আরো জানান, শীলার লাশ কখন দেশে আনা হবে বা তাঁকে কখন দাফন করা হবে, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী এ কে এম সাজ্জাদ আলম শাহীন বলেছিলেন, ‘শীলা ইসলাম নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর জন্য জনপ্রশাসনমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

শীলা ইসলাম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগছিলেন। লন্ডনে যাওয়ার আগে তিনি জার্মানির একটি হাসপাতালে কেমোথেরাপিসহ ক্যানসারের কয়েক ধাপের চিকিৎসা করিয়েছিলেন। তিনি লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক।