সোনাইমুড়িতে পৌর বিএনপির বর্ধিত সভায় সন্ত্রাসি হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পৌর বিএনপির বর্ধিত সভায় শুক্রবার দুপুর১২টার দিকে সন্ত্রাসি হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপি। পরে শুক্রবার দুপুর ১টায় নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে দলের যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন তাৎক্ষণিক এ সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, সোনাইমুড়ির একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়াভাবে আয়োজিত এ বর্ধিত সভা শুরু হবার প্রাক্কালে আওয়ামী সন্ত্রাসিরা হামলা চালিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপার্সনকে মারধর করে এবং পুলিশের উপস্থিতিতে দলের অন্তত ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। তিনি অবিলম্বে দোষি ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। তিনি বলেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন বিএনপি মাঠে নামে না কিন্তু নামলে পুলিশ আর সন্ত্রাসি একাকার হয়ে হামলা চালায়। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মো: লিয়াকত আলী খান ,সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোতাহের হোসেন মানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্য চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।