সৌদিতে দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির পরিচয় মিলেছে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির পরিচয় মিলেছে। নিহতরা হলেন- নওগাঁর গিয়াসউদ্দিন মৃধা ও মো. মানিক, টাঙ্গাইলের মনির হোসেন, নরসিংদীর আল আমিন, জামাল উদ্দিন মাঝি ও এমদাদুল, ময়মনসিংহের মো.ইউনুস আলী, কুষ্টিয়ার রফিকুল ইসলাম, বাহাদুর ও মো. জুয়েল।

দুর্ঘটনা আহত হয়েছেন আরও ৭ বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতরা সবাই শ্রমিক হিসেবে সৌদি আরব গিয়েছিলেন।

বৃহস্পতিবার সৌদির রাজধানী রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরের শহর সাগরায় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাগরার প্রবেশপথে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় শ্রমিকদের বহনকারী একটি গাড়ি। গাড়িটিতে মোট ১৭ জন বাংলাদেশি শ্রমিক ছিলেন।

রিয়াদে বাংলাদেশ মিশনের উপপ্রধান নজরুল ইসলাম বলেন, ‘এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ইতিমধ্যে তাদের সহায়তার ব্যবস্থা নিয়েছি। যত দ্রুত সম্ভব আমরা লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করবো।’

বাংলাদেশি ওই শ্রমিকদের দাম্মাম থেকে রিয়াদ হয়ে মদিনা যাওয়ার কথা ছিলো বলেও জানান তিনি। তারা সবাই বৈধ শ্রমিক।